গাজীপুরের অবৈধ গ্যাস চক্রের তাফালিং
ষ্টাফ রিপোর্টার: গাজীপুরের অবৈধ গ্যাস কারবারী চক্রের তাফালিং-কবলে পড়ে হয়রানির শিকার হচ্ছে একটি নিরীহ কৃষক পরিবার। চক্রটি সঙ্গে রয়েছে স্থানীয় দুর্নীতিবাজ প্রভাবশালী মহল। এদের অবৈধ আবদার না রাখায় এরা হয়রানি করছে নিরীহ কৃষক পরিবারটিকে। জানা গেছে, গ্যাস লাইনের অবৈধ সংযোগে বাধা দেয়ায় ওই মহলটি তাদের হয়রানি করছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামের মৃত আব্দুল ছালাম ফকিরের ছেলে কৃষক শফিকুল ইসলাম এ ব্যাপারে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে গত ১৬ ফেব্রুয়ারি একটি পিটিশন দায়ের করেছেন।
এতে অভিযুক্তরা হলেন একই উপজেলার গিলারচালা গ্রামের এমদাদ হোসেনের ছেলে মো: রুহুল আমীন, মৃত আবুল হাশেমের ছেলে মো: রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, নূরুল ইসলাম, সিরাজুল হকের ছেলে নজরুল ইসলাম, কেওয়া পূর্বখন্ড গ্রামের আব্দুল মান্নানের জামাতা মামুন মিয়া ও তাদের কতিপয় সহযোগী।
অভিযোগকারীরা জানায়, ওই মহলটির যোগসাজসে রাজবাড়ি জেলার আব্দুস ছাত্তার প্রামানিকের ছেলে সাইদুর রহমান, লক্ষীপুর জেলার শামসুল ইসলামের ছেলে মোঃ নিশান, গাজীপুরের কাউলতিয়া এলাকার শারমিন সুলতানা মিতু সহ অজ্ঞাত নামা ৫/৭ জনের একটি সংঘবদ্ধ নামধারী সাংবাদিক চক্র কৃষক পরিবারের সদস্যদেরকে নিজেরা অথবা অপরজনকে বিবাদী বানিয়ে মিথ্যা মামলা দায়ের, হত্যা, খুন-জখমের হুমকি দিয়ে আসছে।
অতি সম্প্রতি পরিবারের সদস্যদের নামে নামধারী সাংবাদিকের ওপর হামলা সংক্রান্ত—সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ঘটনা সাজিয়ে গাজীপুর আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, গত জানুয়ারী এবং ফেব্র“য়ারি মাসে গিলারচালা, বেড়াইদেরচালা ও আশপাশের এলাকায় হামলা ও সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।
সরেজমিনে, গিলারচালার ১নং সিএন্ডবি বাজারে গিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোনো সাংবাদিকের ওপর হামলা ও তার ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে কি না এমন এক প্রশ্নের জবাবে ওই বাজারের ব্যবসায়ীরা হতবাক হন। ব্যবসায়ীদের অনেকে এসব কথা আজগুবি বলেও দাবি করেন।
কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার এজাহারে ১নং সিএন্ডবি বাজার ঘটনাস্থল দেখানো প্রসঙ্গে কাপড় ব্যবসায়ী মারুফ, শাহাব উদ্দিন, ক্রোকারিজ ব্যবসায়ী ফারুক, ইলেকট্রিশিয়ান সাইদুল, চা-পান ও মুদি দোকানদারসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, সিএন্ডবি বাজার ও তার আশপাশে গত দু’এক মাসের মধ্যে কোনো সাংবাদিকের ওপর হামলা সংঘর্ষ ও ছিনতাইয়ের ঘটনা তারা দেখেননি ও শোনেনি।
স্থানীয় কাউন্সিলর জিলাল উদ্দিন দুলাল জানান, ২০১৭ সালের ফেব্র“য়ারি মাসে তার ওয়ার্ডে কোনো সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ এমনকি ক্যামেরা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি শোনেনি এবং কারো কাছ থেকে এ ধরনের কোনো অভিযোগও পায়নি।
এদিকে, হামলা, খুন-জখমের মিথ্যা মামলার হুমকি আতঙ্কে কৃষক পরিবারের পক্ষ থেকে মোস্তফা কামাল প্রধান শ্রীপুর থানায় গত ১৫ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরী যাহার নং- ৬১৭ করেছেন।