• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

গন্ধম কেলেংকারিতে ক্রিকেট ব্যাড বয় পেরেরা


প্রকাশিত: ২:১৬ পিএম, ২৬ ডিসেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

perara-www.jatirkhantha.com.bd.বিশেষ প্রতিবেদক:   গন্ধম (নিষিদ্ধ  উপাদান) কেলেংকারিতে ক্রিকেট ব্যাড বয় পেরেরা। শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া যাওয়ায় চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা জানান, পেরেরার দ্বিতীয় নমুনায়ও নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে বলে আইসিসি জানিয়েছে।

গত অক্টোবরে করা পরীক্ষায় পেরেরার শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। এর পর আইসিসি পেরেরাকে সাময়িক নিষিদ্ধ করলে এ মাসের শুরুর দিকে নিউ জিল্যান্ড সফর থেকে তাকে দেশে ফেরত পাঠায় শ্রীলঙ্কা দল। সেই সময় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আইসিসির নিয়ম-কানুন মেনে যত দ্রুত সম্ভব পেরেরাকে ক্রিকেটে ফেরাতে সব কিছু করবে তারা।

জয়াসেকেরাও একই সুরে কথা বলেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব। কারণ এর আগের চারটি ঘটনায় তার ক্ষেত্রে এমনটা ঘটেনি।আইসিসির ডোপিং বিরোধী আইন অনুযায়ী, কোনো ক্রিকেটার এর জন্য সর্বোচ্চ চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।