• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

গণমাধ্যমকে নিরপেক্ষ নয়, দায়িত্বশীল হতে হবে: তথ্যমন্ত্রী


প্রকাশিত: ৮:০৩ পিএম, ৬ এপ্রিল ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

 

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৭:০০, এপ্রিল ০৬, ২০১৪

গণমাধ্যমকে নিরপেক্ষ নয়, দায়িত্বশীল ভূমিকা পালন করতে বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘সুসংহত গণতন্ত্রের জন্য গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। এখন আমরা সামরিকতন্ত্র ও জঙ্গিবাদের জঞ্জাল থেকে উত্তরণের পর্বে আছি। এ ক্ষেত্রে গণমাধ্যমকে নিরপেক্ষ নয়, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

আজ রোববার রাজধানীর একটি হোটেল ‘আজকের পত্রিকা’র লোগো উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী নেতা দরকার হয় না; প্রয়োজন শক্তিশালী গণমাধ্যম। শক্তিশালী গণমাধ্যম আমাদের সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। গণমাধ্যমকে হতে হবে স্নেহময়ী মায়ের মতো। গণমাধ্যম গণতন্ত্রের দর্পণ। এই দর্পণ সব সময় পরিষ্কার-স্বচ্ছ রাখতে হবে। এ দায়িত্ব গণমাধ্যমকর্মীদেরও রয়েছে। গণমাধ্যম খণ্ডিত তথ্যের বাহন হবে না; বস্তুনিষ্ঠতার ছাপ হবে। দেশমাতৃকার বাহন হবে। জঙ্গিবাদের উসকানিদাতা হবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করো না—এ কথা পবিত্র কোরআনে আছে। মিথ্যাচার মানে সমালোচনা নয়। সমালোচনা চলে; খণ্ডিত তথ্য চলে না, ইতিহাস বিকৃত চলে না। মিথ্যাচার ও গুজবের ছাপ থেকে গণমাধ্যমকে বেরিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দীন প্রমুখ।