• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

‘গঠনমূলক সমালোচনা মুখর গণমাধ্যম চাই’


প্রকাশিত: ৬:৫৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৩৬ বার

স্টাফ রিপোর্টার :  আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পোষা গণমাধ্যম চায় না বলে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ????????????????????????????????????????????????????????????????????ইউনিয়নের(ডিউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই মন্তব্য করেন তিনি।হাসানুল হক ইনু বলেন, সরকারের গঠনমূলক সমালোচনায় মুখর গণমাধ্যম চাই আমরা। কেননা, পোষা গণমাধ্যম গণতন্ত্রের ভিতকে দুর্বল করে। তবে জঙ্গিবাদের পক্ষ নেয়া হলুদ সাংবাদিকতাকেও সমর্থন করি না আমরা।

তিনি বলেন, সাংবাদিকদের অনেকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আপনাদের মতামত আমাকে লিখিত ও ব্যক্তিগতভাবে জানালে আমি তা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাব। আইনটি এখনও খসড়া পর্যায়ে আছে।তথ্যমন্ত্রী বলেন, অচিরেই ‘গণমাধ্যম কর্মীদের চাকরি শর্তাবলী’ নামে একটি বিল আগামী জাতীয় সংসদ অধিবেশনে পাঠানো হবে।

গণমাধ্যমের কর্মীদের স্বাধীনভাবে, আইনগতভাবে ও সাংবিধানিকভাবে মতামত, চাকরির নিরাপত্তা, কল্যাণ তহবিল ও ওয়েজবোর্ড নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার।
১৪ ফেব্রুয়ারি সাংবাদিক দিবস হিসেবে পালন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ওমর ফারুক, ডিউজে’র সভাপতি ও সাধারণ সম্পাদক।