• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

খোলামেলা দৃশ্যে সানি লিওনকে হার মানাচ্ছে বাংলাদেশী জনপ্রিয় ৩ মডেল


প্রকাশিত: ৪:২৩ পিএম, ২৫ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬২২ বার

এস রহমান   :  খোলামেলা দৃশ্যে বাংলাদেশী জনপ্রিয় ৩ মডেল বাজারমাত করছে। এরা খোলামেলা 1দৃশ্যে সানি লিওনকে হার মানাচ্ছে বলেও একাধিক মডেল তারকা জাতিরকন্ঠকে জানিয়েছেন।   জনপ্রিয় ৩ মডেলের খোলামেলা দৃশ্য নিয়ে বাংলাদেশে বর্তমানে হইহই-রইরই ব্যাপার ঘটছে।

হলিউউ অথবা বলিউডে খোলামেলা কোন দৃশ্য নিয়ে কারও কোন মাথা ব্যথা নেই। দিনশেষে হলিউডের কোন ছবিটি মুক্তি পেল অথবা বলিউডের কোন ছবিটি মুক্তি পেল এ নিয়েই যেন বাংলাদেশের দর্শকের মাথা ব্যথাটা সব সময় একটু বেশিই দেখা যায়।

তবে যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশি নারী মডেলরাও সাহসী হয়ে ওঠেছেন। তাদের মধ্যে অনেকেই খোলামেলা ভিডিও, খোলামেলা ফটোশ্যুট করে এরই মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম তথা নেট দুনিয়ায়। তাদের রীতিমত সাহসী নারীই বলতে হয়।

এদের মধ্যে নায়লা নাঈম সবার প্রথম দৃষ্টি নন্দন খোলামেলা ফটোশ্যুট করে নিন্দুকের মুখে লাগাম দিয়েছেন। এরপর তালিকায় আছেন জ্যাকুলিন মিথিলা। আর সম্প্রতি তৃণ চলে এসেছেন এই তালিকায়।
2222
নাইলা নাঈম

পেশায় দন্ত-চিকিত্সক নায়লা পাঁচ বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত আছেন। বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। সম্প্রতি তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবির একটি আইটেম গানে অংশ নিয়েছেন নায়লা। খুব অল্প সময়েই আলোচনার শীর্ষে চলে এসেছেন নায়লা নাইম।

আর তা কারণও আছে বটে। তার মত এতো খোলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করার সাহস অন্য মডেলদের হয়নি বললেই চলে। মডেলিং এ তার এই সাহসী উপস্থাপন একদিকে যেমন সমালোচনা কুড়িয়েছে, অপর দিকে প্রশংসাও পেয়েছেন।

444জ্যাকুলিন মিথিলা

একের পর এক নতুন ছবি দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন হালের অন্যতম হট মডেল জেকলিন মিথিলা। সেই সুবাদেই হঠাৎ করে সবার নজর কেরেছেন এই মডেল কন্যা। সম্প্রতি ফেসবুকে কিছু ছবি আপলোড দিয়ে নিজেকে দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে নিয়েছেন। নিজেকে বাংলাদেশের সানি লিয়ন দাবি করেন মডেল জেকলিন মিথিলা।

একের পর এক ফেসবুকে সানি লিয়নের মতো করে ছবি আপলোড দিয়ে শোবিজ ও মডেল জগতে তিনি আলোচনা সৃষ্টি করেন। মিথিলা জানান সম্প্রতি ঈদে তিনি একটি স্পেশাল ফটোশ্যুট করেছেন, যা একেক করে তিনি তাঁর ফেসবুক প্রোফাইল আর পেজে আপলোড দিয়েছেন। ঈদ স্পেশাল ফটোটির নাম দিয়েছেন ডার্ক বিউটি।

সম্প্রতি তিনি কাজ করছেন একটি হট আইটেম গানে, যা তার দর্শকদের চমকে দেবে এবং নুতুনত্বের এক নতুন দ্বার খুলে দিবে মডেলিং জগতে। এমনটাই বলছেন তিনি।

যেহেতু এই ধরনের শ্যুট এখনো বাংলাদেশের কেউ করেনি, তাই তাঁর ভক্তরা মনে করে বাংলাদেশের মধ্যে তিনিই একমাত্র আন্তর্জাতিক মানের মডেল। এই দিকে জেকলিন সংবাদ মাধ্যমকে অন্যান্য মডেলদের চেলেঞ্জ ছুরে দিয়ে বলেন, ভবিষ্যতে এমন কিছু কাজ করতে চান যা আজ পর্যন্ত কেউ করেনি।
999
তৃণ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তৃণ দীর্ঘদিন ধরে র‌্যাম্প মডেল হিসেবে কাজ করছেন। অনেকটা নায়লার অনুকরণেই তৃণ ব্রাজিলের পতাকা গায়ে জড়িয়ে বেশ খোলামেলা ভাবেই ছবি তুলে ফেসবুকের প্রোফাইল ছবি দিয়েছেন। আর সেটা নিয়ে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে ব্রাজিল তার প্রিয় দল। নেইমারের খেলা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যান তিনি। আর তাই প্রিয় দলের পতাকা পরে ফটোসেশন করেছেন তৃণ।

ছবিটি প্রসঙ্গে অনেকেই বলছেন তাহলে কি তৃণ নায়লার পথেই পা বাড়াচ্ছেন? নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপন করে জনপ্রিয়তা বাড়ানোর পথটা কি তাহলে তৃণও অনুসরণ করছেন? এসব তর্ক-বিতর্কের সমাধানটা এখন শুধু সময়ের ব্যাপার!