খোলামেলা অ্যারিয়ানার কারণে ..
দ্য মেইল অবলম্বনে বাদশা খন্দকার : ম্যানচেস্টারে পপ সঙ্গীতের আসরে হামলা চালানোর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক আইএস জঙ্গিরা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সরাসরি হামলা করেছে_ এমন কোনো নজির নেই। সাধারণত শিল্পীদের ওপর আইএসের ক্রোধের কোনো আভাস আগে পাওয়া যায়নি। তাহলে ম্যানচেস্টারে কেন হামলা হলো?
এর কারণ খুঁজতে গিয়ে বিশ্লেষকরা ধারণা করছেন, ফ্লোরিডার শিল্পী অ্যারিয়ান গ্রান্ডে এমন কী দোষ করলেন যে, তার গানের অনুষ্ঠানের ওপর স্থানীয় একজন আইএস অনুপ্রাণিত যুবক এমন আত্মঘাতী হামলা চালাবে? এর উত্তর সম্ভবত খোঁজা উচিত অ্যারিয়ানার প্রদর্শনীর ধরন ও প্রকারের মধ্যে। তিনি খুব খোলামেলা প্রদর্শনী করতেন। আইএসের চোখে তার এসব প্রর্দর্শনীকে মনে হয়েছে ইসলামবিরোধী ও নৈতিকতার পরিপন্থী। তাই তারা এ কাণ্ড ঘটিয়েছে।
আইএস জঙ্গিরা তাদের ধর্মগ্রন্থ কোরআনের শিক্ষানুযায়ী পশ্চিমা উগ্র ও খোলামেলা পোশাককে ঘৃণার চোখে দেখে থাকে। অ্যারিয়ানার অনুষ্ঠানগুলোতে শিল্পীরা খুব বেশি খোলামেলা পারফর্ম করে থাকে। আইএস উদ্বুদ্ধ তরুণ তাই এভাবে তার ওপর হামলা চালানোকে জায়েজ মনে করেছে।