‘‘খোকা থেকে যেভাবে হলেন বঙ্গবন্ধু”
ঢাবি প্রতিনিধি : বঙ্গবন্ধুর প্রিয় ফটোগ্রাফার আলম, লুৎফর ও আমানুলের ছবি নিয়ে আজ উদ্বোধন করা হয়েছে ‘‘খোকা থেকে বঙ্গবন্ধু” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান-২০১৭ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালযের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়, হল প্রাঙ্গনে ‘‘খোকা থেকে বঙ্গবন্ধু” শিরোনামে বঙ্গবন্ধুর দুর্লভ ৭৫(পঁচাত্তর)টি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ব্যক্তিগত ফটোগ্রাফার মোঃ আলম ও প্রিয় ফটোগ্রাফার লুৎফর রহমান, খ্যাতনামা আলোকচিত্রী আমানুল হক এর স্বজনরা উপস্থিত থেকে ছবি প্রদশর্নীতে সহায়তা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন- নাজমুল হোসেন সহ আরো উপস্থিত ছিলেন আলোকচিত্র মৃত লুৎফর রহমান এর ছেলে মোস্তাফিজুর রহমান মিন্টু (ফটো সাংবাদিক), মোঃ আলম এর ছোট ভাই আতাউর রহমান বাবু (ফটো সাংবাদিক), আমানুল হক এর বোন।
মরণোত্তর সম্মাননা-ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক এর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন খ্যাতনামা আলোকচিত্রী মৃত লুৎফর রহমান এর ছেলে মোস্তাফিজুর রহমান মিন্টু