খোকা ও লুতু-মোহাম্মদ রুবেল
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী
বাংলাদেশের মহান স্বাধীনতার
সফল বিজয় নায়ক সেই খোকা-
বিশ্ব নেতা জাতির পিতা–
-জাতির জনক বঙ্গবন্ধু
আমাদের প্রাণ প্রিয় নেতা-
আমাদের আর্দশ-
আমাদের রাজনীতিক শিক্ষক।
মহান বাংলার সফল রাষ্ট্র নায়ক?
বাংলাদেশ সাবেক পরিচালক
আমরা অনেক জানি অনেক লিখি
নিজেরাই যার যার মতো পোস্ট করি-
আজ আমি ছোট সাধারণ মানুষ
দিলাম কিছু ইতিহাস লিখি-
মহান জাতির পিতার সব শ্রেষ্ট ছবি
কারা তুলছেন তাদের কে কি আমরা
একবার’ও স্মরণ করি-
ঐ সব দেশ প্রেমিক বীর ফটোসাংবাদিক-
যারা মহান পিতার ফটোগ্রাফার ছিলেন-
জাতির পিতা মহান দেশের জন্য যেসব
ইতিহাসের সংগ্রাম করেছিলেন
সেসব চিত্র কাছ থেকে তাঁরাই ধারণ করেছিলেন-
তেমনি এক লুৎফর রহমান আলোকচিত্রী
৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছবি ও
তাঁর আলোকচিত্র শিল্পী লুৎফর রহমান
সংবাদপত্রে বিভিন্ন বই এর প্রচ্ছদে খোকা-
নেতার ছবি যা তুলেছিলেন সেই লুৎফর রহমান।
৫৪র যুক্তফ্রন্ট নির্বাচনী প্রচারণা,
৬৯-এর গণআন্দোলন, ৭০-এর নির্বাচন,
ইতিহাসের বহু গৌরবময় ঘটনার সাক্ষী
এই সেই লুৎফর রহমান লুতু,
রাজনীতিকেরা ‘লুতু’ নামেই চিনতেন-
কি বেতার, কি চলচ্চিত্র, কি সরকারি-
বেসরকারি অনুষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক
আয়োজন সর্বত্রই লুৎফর রহমানের উপস্থিতি।
চার দশকের অধিক-কালের আলোকচিত্রী
বাংলাদেশী ৫, ১০, ১০০ টাকার নোটে বঙ্গবন্ধুর
ছবি যে লুতু’র তোলা ছবি-
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি
স্বাধীন বাংলা বেতারে তুলেছেন অজস্র ছবি
কালের স্বাক্ষী লুতু চলে গেছেন অকালে-
কেউ রাখেনি কথা-
পায়নি লুৎফর রহমান লুতু
কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি!!