• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

খেলাপী’র নামে লুটপাট-৬,১৫৮ কোটি


প্রকাশিত: ৯:৩৫ পিএম, ২১ নভেম্বর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

 

 

বিশেষ প্রতিনিধি  :  ব্যাংকিং খাতে খেলাপি ঋণ (শ্রেণিকৃত-নিম্নমান, সন্দেহজনক ও মন্দমানের) বৃদ্ধি অব্যাহত। চলতি জুন-সেপ্টেম্বর এই ৩ মাসে বেড়েছে ৬,১৫৮ কোটি ৬৭ llllলাখ টাকা। বছরের তৃতীয় প্রান্তিকে মোট খেলাপি ঋণের পরিমান দাঁড়িয়েছে ৮০ হাজার ৩০৭ কোটি ২১ লাখ টাকা। যা মোট ঋণের ১০ দশমিক ৬৭ শতাংশ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের পরিমান ৭ লাখ ৫২ হাজার ৭৩০ কোটি ৪৫ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে এসব তথ্য।

সূত্রের তথ্য মতে, গত ৩ মাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে রাষ্ট্রায়ত্ব ৬ বাণিজ্যিক ব্যাংকের। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক-জুন মাস পর্যন্ত রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণের পরিমান ছিল ৩৪ হাজার ৫৮০ কোটি ৬৫ লাখ টাকা বা ২৬ দশমিক ৮৪ শতাংশ। সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমান দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫১৭ কোটি ৩২ লাখ টাকা বা ২৯.২৫ শতাংশ। রাষ্ট্রায়ত্ব ৬ ব্যাংকেরই বেড়েছে ৩,৯৩৭ কোটি ৩২ লাখ টাকা। যা বৃদ্ধি পাওয়া মোট খেলাপি ঋণের ৬৩ দশমিক ৯৩ শতাংশ।

অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ ৩১ হাজার ৭২৮ দশমিক ৬৪ টাকা থেকে বেড়ে ৩৩ হাজার ৯৭৩ কোটি ৩২ টাকা দাঁড়িয়েছে। যা ৩ মাসে বৃদ্ধি পাওয়া মোট ঋণের ৩৬ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ হাজার ২৭৮ টাকা। এবং রাষ্ট্র মালিকানাধীন দুই বিশেষায়িত ব্যাংকের শ্রেণিকৃত ঋণের পরিমান দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭৮ কোটি ৫৪ লাখ টাকা।

চলতি ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমান ছিল ৭ লাখ ৩১ হাজার ৬২৫ কোটি ৭৫ লাখ টাকা। সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে ২১ হাজার ১০৪ কোটি ৭০ লাখ টাকা।