• রোববার , ৫ জানুয়ারী ২০২৫

খুলনায় লড়াই নৌকা-ধানের শীষ


প্রকাশিত: ৯:১৪ পিএম, ১৩ এপ্রিল ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

খুলনা প্রতিনিধি :  খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে উৎসবের আমেজে kkkkkমেয়র পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর (সাধারণ) পদে ১৮৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গতকাল দুপুর সোয়া ২টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও মহানগর কমিটির সভাপতি তালুকদার আবদুল খালেক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সোহেল, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও নগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলু উপস্থিত ছিলেন। তালুকদার আবদুল খালেক বলেন, ‘বিগত ৫ বছর খুলনার মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে।

মে নির্বাচনে ভোটাররা সঠিক জায়গায় ভোট দিয়ে তাদের উন্নয়ন বঞ্চনা কাটিয়ে উঠতে সক্ষম হবে। আমরা খুলনার মানুষকে সেবা দিতে চাই। যা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়।’ এরপর বিকাল ৪টায় একই স্থানে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মেয়র প্রার্থী ও নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, ‘খুলনায় অংশগ্রহণমূলক নির্বাচনে ধানের শীষ কখনো পরাজিত হয়নি। কোনো দল কখনো বিএনপিকে পরাজিত করতে পারেনি। সেই কারণেই এই শহর বিএনপির শহর। তবে শঙ্কা রয়েছে, জনগণ তাদের ভোট দিতে পারবে কিনা। তাদের ভোট সঠিকভাবে গোনা হবে কিনা। জনগণের এই শঙ্কা থেকেই বিএনপি বার বার লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছে।’  এ ছাড়া মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মুশফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মোজ্জাম্মিল হক ও নগর সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন কাজ করছে। এরই মধ্যে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মনিটরের জন্য পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে খুলনায় নির্বাচন কমিশন থেকে মেয়র পদে ৮টি, সাধারণ কাউন্সিলর পদে ২৬২টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।