• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

খুলনার মেয়র মনি পুনর্বহাল


প্রকাশিত: ৯:৩১ পিএম, ২১ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

খুলনা প্রতিনিধি  :  খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে পুনর্বহাল হলেন মনিরুজ্জামান মনি। আদালতের রায় অনুযায়ী mony-www-jatirkhantha-com-bdমনিকে পুনর্বহাল করে সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। বিএনপি সমর্থক মনিকে সাময়িক বরখাস্ত করে গত বছরের ২ নভেম্বর আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। বিএনপির অবরোধের সময় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার মামলায় মনিরুজ্জামানের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় এ পদক্ষেপ নিয়েছিল সরকার।

মনিরুজ্জামান হাইকোর্ট বিভাগে বরখাস্তের আদেশের বিরুদ্ধে রিট করলে গত ৭ জুন হাইকোর্ট স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেয়। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ১৩ নভেম্বর আপিল বিভাগে আপিলটি খারিজ হয়ে যায়।এরই পরিপ্রেক্ষিতে বরখাস্তের আদেশটির কার্যকারিতা স্থগিত করে মনিরুজ্জামানকে মেয়র পদে পুনর্বহাল করল স্থানীয় সরকার বিভাগ।