• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়া মিথ্যাবাদী ও চোর :জয়


প্রকাশিত: ২:০৩ পিএম, ৩ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

স্টাফ রিপোর্টার   :   প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপি চেয়ারপারসন 1বেগম খালেদা জিয়াকে মিথ্যাবাদী ও চোর হিসাবে আখ্যায়িত করেছেন। রবিবার সন্ধ্যায় জয় তার ফেইসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেন, ‘একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর দৌহিত্রের দিকে কাদা ছোঁড়া উচিত নয়। ম্যাডাম, আপনি যদি জানেন যে, ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।’

রবিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ২৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জয় স্ট্যাটাসে আরো লেখেন, ‘আপনার অনুগত মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআই -এর গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি। ১/১১ এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিল তারাও সেটি খুঁজে পায়নি। এমনকি এফবিআই সেটি পায়নি। এটা এ জন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোনো সম্পদ কোনো দিন অর্জন করিনি। আমি তত ধনী নই। অপরদিকে খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর।’