• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়া ও নারায়নগঞ্জের আইভি’র ফ্ল্যাগ রুলস অমান্য


প্রকাশিত: ৭:৫৭ পিএম, ৪ মার্চ ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৫ বার

P-4বিশেষ প্রতিবেদক.ঢাকা:

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী দেশের ফ্লাগ রুলস অমান্য করে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। আর বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময়ে খালেদা জিয়ার ‘বাংলাদেশের পতাকা’ ব্যবহারের বৈধতার প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান।
বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ডা. রুস্তম আলী ফরাজী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের রাষ্ট্রীয় কোন পদমর্যাদা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী না হওয়ার পরেও তিনি গাড়িতে পতাকা ব্যবহার করছেন। এমন খবর পত্রিকায় এসেছে। ওই এলাকা থেকে ছবি তুলে আমার কাছে পাঠানো হয়েছে। কোন মর্যাদাপ্রাপ্ত না হয়েও পতাকা ব্যবহার করা আইনত দ-নীয় অপরাধ। আমাদের একটি ফ্ল্যাগ রুলস রয়েছে। সেখানে পরিস্কারভাবে উল্লেখ করা আছে কে কে পতাকা কোথায় ব্যবহার করতে পারবেন।
তিনি আইভীর বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগ করে বলেন, প্রচলিত আইনে পরিস্কারভাবে উল্লেখ থাকার পরেও কিসের বলে আইভী পতাকা ব্যবহার করেন তার জবাব দিতে হবে। দেশের প্রচলিত আইন এভাবে যদি একজন মেয়র না মানেন তাহলে দেখা যাবে একদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও জাতীয় পতাকা ব্যবহার করবেন। এভাবে আইন লঙ্ঘন করতে দেয়া যায় না। তিনি এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিবকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
শামীম ওসমান পয়েন্ট অব অর্ডারে বলেন, মঙ্গলবার রাতে জঙ্গী নেত্রী খালেদা জিয়া বিদেশী ক’টনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দেখা গেছে বাংলাদেশের পতাকা তিনি ব্যবহার করছেন। কিভাবে তিনি পতাকা ব্যবহার করেন। তিনি তো বিরোধী দলের নেত্রীও নন। তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।