• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়ার উপদেষ্ঠা ওসমান ফারুকের যুদ্ধাপরাধের তদন্ত শুরু


প্রকাশিত: ৪:৫৭ পিএম, ৪ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

স্টাফ রিপোর্টার   :   বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1প্রসিকিউশনের তদন্ত সংস্থা।

বুধবার রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান।

সাংবাদিকদের এক প্রশ্নের আবদুল হান্নান জানান, অভিযোগ খতিয়ে দেখে ওসমান ফারুকের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক মিয়া বলেন, ড. ওসমান ফারুকের নামে একাত্তরের স্বাধীনতাযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহ-জামালপুরের আটজন এবং পটুয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।