• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

খালেদা ইতিহাসের ফল ভোগ করছেন : এরশাদ


প্রকাশিত: ১২:৫৩ এএম, ২ জানুয়ারী ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

japa-www.jatirkhantha.com.bdলাবণ্য চৌধুরী.ঢাকা: খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘উনি (খালেদা) এ দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেন। আমাকে ছয় বছর তিনি জেলে রেখেছেন। আমার স্ত্রীকে আড়াই বছর জেলে রেখেছেন। আমার ছেলেক ছয় বছর আমার সঙ্গে দেখা করতে দেননি। এখন তিনি প্রতিহিংসার ফল ভোগ করছেন। তিনি এখন দুই ছেলের সঙ্গে দেখা করতে পারেন না। কবে পারবেন তা-ও জানেন না।’

এরশাদ আরও বলেন, ‘আমার ১৪২টি সামাবেশে তিনি ১৪৪ ধারা জারি করেছিলেন। আজ যে তাঁর এই অবস্থা হবে, তখন তাঁর মনে ছিল না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। এখন তিনি ইতিহাসের ফল ভোগ করছেন।’

earshad-raoshon-www.jatirkhantha.com.bdবিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন করেছিল——————————–

খালেদা জিয়াকে উদ্দেশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন করেছিল। দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে আবার ক্ষমতায় আসতে চান, লজ্জা করে না। বাংলাদেশে জঙ্গিবাদের সৃষ্টি করেছেন। কোন মুখে রাজনীতি করেন!’

যুবরাজ তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলেছে—উল্লেখ করে এরশাদ উপস্থিত সবাইকে ‘শেইম’ ‘শেইম’ ‘শেইম’ বলে চিৎকার করতে বলেন। তারেক রহমানকে উদ্দেশ করে এরশাদ প্রশ্ন রাখেন, ‘সে কি সুস্থ মানুষ? সুস্থ রাজনীতিক?’

জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। তবে সভা-সমাবেশে আশানুরূপ জনসমাগম হয়নি বলে মনে করেন এরশাদ। তিনি বলেন, ‘রাজনীতি থেকে এখন সহমর্মিতা, শ্রদ্ধাবোধ উঠে গেছে। আমার মহাসচিব আজকের হরতাল প্রত্যাহারের জন্য জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছিল। কারণ আমরা দুই মাস আগে এই সমাবেশের ঘোষণা করেছিলাম। হরতাল প্রত্যাহার করলে আরও ১০ লাখ লোক বেশি হতো। তা-ও ৫ লাখ হয়েছে।’

সমাবেশে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সাল চিশতী প্রমুখ বক্তব্য দেন।