• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

`খালেদাকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে’


প্রকাশিত: ৮:০৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

hanif-www.jatirkhantha.com.bdখুলনা প্রতিনিধি : খালেদা জিয়ার রাজনীতির মৃত্যু হয়েছে। বাকি জীবন তাকে কারাগারে কাটাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। হানিফ আরও  বলেন, ৫ই জানুয়ারি খালেদা জিয়া নাটকীয়ভাবে ‘অবরুদ্ধ’ থেকে তথাকথিত হরতাল-অবরোধের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। জনগণ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করায় তিনি পেট্রলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করে প্রতিশোধ নিচ্ছেন।

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপিসহ স্থানীয় মন্ত্রী ও এমপিরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সভাপতি শেখ হারুনুর রশীদ।