খাগড়াছড়িতে দুর্নীতির প্রতিবাদে হরতাল
খাগড়াছড়ি প্রতিনিধি : এবার খাগড়াছড়িতে দুর্নীতির প্রতিবাদে হরতাল চলছে। খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কর্মী রবিউল ইসলামকে হত্যা ও পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি জালিয়াতির প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আজ সোমবার সকালে হরতালের সমর্থনে শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় বিক্ষোভ করেছে বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে হরতাল চলছে।
হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাট। হরতালের সমর্থনে নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।আজকের হরতালের পরে একই কমিটি তিন দিনের অবরোধ কর্মসূচিও পালন করবে বলে জানিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩ দিন সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে।