• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

কয়েলের ধোঁয়ায় ছেলের মৃত্যু, বাবা আশংকাজনক


প্রকাশিত: ৭:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

মেডিকেল রিপোর্টার  :  রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় টিনশেড ঘরে মশা নিয়ন্ত্রণ কয়েলের koyal-www.jatirkhantha.com.bdধোঁয়ায় অসুস্থ হয়ে নয়ন (১৬) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. শাজাহান (৬৫) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের গ্রামের বাড়ি বাসবুনিয়া কাঠাঁলিয়া ঝালকাঠি। রোববার বিকালে কুড়িল বিশ্বরোড এলাকার বাবুল মিয়ার টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নয়নের মামা জাকির হোসেন বলেন, দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে ঘুমিয়ে পড়েন বাবা-ছেলে। এ সময় মশার কামড় থেকে র¶া পেতে তারা ঘরে কয়েল জ্বালান। ঘরের দরজা-জানলা বন্ধ থাকায় কয়েলের ধোঁয়া বাইরে যেতে না পারায় কিছু¶ণের মধ্যে রুমটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

তিনি আরো জানান, বিকেল ৪টার দিকে তারা দরজা খুলে ঘরের বাইরে এসে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ছেলে নয়নকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনেরই দেহে শ্বাস-নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া প্রবেশ করেছে। এতে ছেলের মৃত্যু হয়েছে। বাবা মো. শাজাহানের অবস্থাও আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, নয়নের মরদেহ ফামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আর নয়নের বাবা চিকিৎসাদিন আছেন।