• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

কয়েক বছর প্রেম প্রেম খেলে আবারো নিকাহ শ্রাবন্তী’র


প্রকাশিত: ৪:২৭ পিএম, ১১ জুলাই ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

বিনোদন রিপোর্টার  :  দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী Srabonti-www.jatirkhantha.com.bdশ্রাবন্তী। রোববার কলকাতার গ্র্যান্ড হোটেলে মুম্বাইয়ের বাসিন্দা সুপার মডেল কৃষাণ ব্রজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী।

পারিবারিক সূত্র জানায়, শ্রাবন্তী-কৃষাণের মধ্যে কয়েক বছর প্রেম ছিল। এরপর দুজনের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েই বাগদান সম্পন্ন হয়। আর আগামী বছরই বাঙালি মতে বিয়ের অনুষ্ঠান সারবেন শ্রাবন্তী।

তার এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিল শ্রাবন্তীর একমাত্র ছেলে অভিমন্যু (ঝিনুক)। এছাড়া বিয়েতে উপস্থিত ছিলেন ওপার বাংলার অভিনয় শিল্পীরা।

বিয়ের পর সবার কাছে আশির্বাদ চেয়ে শ্রাবন্তী বলেন, দুজনের মধ্যে বোঝাপড়া দারুণ। সে কারণে সারাজীবন একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন।

কৃষাণকে নিয়ে শ্রাবন্তী জানান, কৃষাণ খুব কেয়ারফুল একজন মানুষ। তার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়। এক কথায় কৃষাণের সরলতায় আমি মুগ্ধ। তাছাড়া আমাদের সম্পর্কের কথা দুই পরিবারই জানতো।

বিয়ের অনুষ্ঠানে শ্রাবন্তীর পরনে ছিল ফ্যাশন ডিজাইনার রোহিত বালের ডিজাইন করা আঙ্গরাখা এবং কৃষাণের পরনে ছিল মনীশ মলহোত্রার ডিজাইন করা জওহোর কোট।