• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

ক্রিকেটার রোহিত শর্মার গোপন ইনিংস


প্রকাশিত: ৭:২৫ এএম, ১৫ ডিসেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৩৪ বার

RRrসংবাদ সংস্থা  : ক্রিকেটারদের বিয়ের মরশুম চলছেই। আর চলছে ক্রিকেট থেকে বলিউড সেলিব্রিটিদের একমঞ্চে উপস্থিত হওয়া। রোহিত শর্মা যখন রিতিকা সাজদেকে নিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তখন তাঁর পাশে ভারতীয় ক্রিকেটের সেরা মুখ সচিন তেন্ডুলকর থেকে নিতা অম্বানি।

rrrrrrrrrrrrrস্ত্রী অঞ্জলীকে সঙ্গে করে রোহিতের বিয়েতে এলেন সচিন। ততক্ষনে রোহিতের পাশে হাজির তাঁরই সতীর্থ চেতেশ্বর পূজারা ও রবিন্দর জাদেজা। দুই বন্ধু এলেন একই সঙ্গে। এছাড়াও ছিলেন সুরেশ রায়না, উমেশ যাদব, যুবরাজ সিংরা।
সদ্য বিবাহিত হরভজন সিংও এলেন স্ত্রী গিতা বসরাকে সঙ্গে করে. কিছুদিন আগেই এই সেলিব্রেটিদের অনেককেই দেখা গিয়েছিল হরভজনের বিয়েতে।

রোহিতের বিয়ের মঞ্চ অবশ্য আলো করলেন মুম্বই ইন্ডিয়ান্সেক মালকিন নিতা অম্বানি। তাঁর সঙ্গে ছিলেন তাঁর পুত্রও।  বলিউডের পরিচিত মুখের মধ্য দেখা মিলল সোনাক্ষী সিনহার। নববিবাহিত দম্পতির সঙ্গে পোজও দিলেন বলিউডের এই গ্ল্যামার গার্ল। ছিলেন অভিনেতা সোহেল খান।