ক্যাসিনো ‘মাহাজং’ জব্দ উত্তরা থেকে
বিশেষ প্রতিনিধি : এবার ক্যাসিনো মেশিন ‘মাহাজং’ জব্দ করা হয়েছে উত্তরা থেকে।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল এটি জব্দ করতে সক্ষম হয়। জানা গেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উত্তরার ১৩ নং সেক্টরের গাউসুল আজম এভিনিউ এর হবনব কফি হাউজ ও চাইনিজ রেস্টুরেন্ট এবং তার ১৪ নং সেক্টরের ১৫ নং সড়কের ৫৬ নং বাড়িতে অবস্থিত বাণিজ্যিক আবাসিক হোস্টেল থেকে গ্যাম্বলিং মেশিন ‘মাহাজং’ দুটি জব্দ করেছে। চাইনিজ নাগরিক জনৈক কেন্ট এর মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে গতকাল বিকালে মেশিন দুটি জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার আলম পাটওয়ারী এবং কেফায়েতউল্লাহ মজুমদার এর নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি গোয়েন্দা দল অভিযান পরিচালনা করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ করা হয়, আমদানি স্তরে মিথ্যা ঘোষণার মাধ্যমে ক্যাসিনো মেশিন দুটি খালাসে আনুমানিক ২ লক্ষ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেয়া হয়েছে।