• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

কোম্পানীগঞ্জে আ’লীগ কর্মীকে গুলি করে হত্যা


প্রকাশিত: ১১:৩২ এএম, ১৮ এপ্রিল ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৬৩ বার

কোম্পানীগঞ্জ থেকে প্রতিনিধি   :    কোম্পানীগঞ্জে মো. শাকের (২৫) নামে এক আওয়ামী লীগ 1কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাকের উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোশারফ হোসেনের ছেলে।রোববার রাত ১২টার দিকে  উপজেলার ছাড়াভিটে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে সিরাজপুর ইউনিয়নের ছাড়াভিটে বাগান বাড়ি এলাকা দিয়ে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত শাকেরের ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি পিটিয়ে, দুই পায়ে কুপিয়ে ও গুলি করে জখম করে ফেলে রেখে যায়।

পরে পুলিশ ও স্থানীয়রা শাকেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জাতিরকন্ঠকে জানান, তার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।