• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

কেরানীগঞ্জে ফেসিস্ট শাহিনের বিরুদ্ধে চার্জসিট


প্রকাশিত: ১১:১৭ পিএম, ২০ ডিসেম্বর ২৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৭ বার

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় একজন প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের মামলায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। শাহীন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি জানা গেছে আজ বৃহস্পতিবার।ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আকতার হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন ঢাকা-৩ আসনের একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোসলেম রেজাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় শাহীন আহমেদের বিরুদ্ধে মামলা হয়।

প্রিসাইডিং কর্মকর্তা মোসলেম রেজা মামলার বাদী। মোসলেম সেদিন আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটের দায়িত্ব পালন করছিলেন।তবে ঘটনার পর শাহীন আহমে দাবি করেন, তিনি প্রিসাইডিং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি।মামলা করার পর তখনই ঢাকার সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন শাহীন।