কেমন যাবে বাংলাদেশের ২০১৮?
জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী : শুভ হোক নতুন বছর ২০১৮ সাল সকল ধর্মের লোকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ১লা জানুয়ারী ২০১৮ইং, ১৪২৪ বাংলা। তুলা রাশিতে মঙ্গল ও বৃহস্পতি, বৃশ্চিকে বুধ, ধনুতে রবি, শনি, শুক্র ও পুল্টো, মকরে কেতু, কুম্ভতে নেপচুন, মেষ রাশিতে ইউরোনাস, মিথুনে চন্দ্র ও কর্কট রাশিতে রাহু অবস্থান করছে।
পাশ্চত্য জ্যোতিষ শাস্ত্র মতে রবির অবস্থান সাপেক্ষে বাংলাদেশের রাশি ধনু। যেহেতু বছরের শুরুতে ধনুতে শনি, শুক্র ও পুল্টো, অবস্থান করছে কাজেই ২০১৮ সাল বাংলাদেশের জন্য ঘটনার বৈচিত্রে ভরপুর। সরকার ও সরকার প্রধানের জন্য বছরটি চ্যালেঞ্জ হবে। নির্বাচনকে সামনে রেখে বি.এন.পি সহ ২০ দলীয় জোট ও প্রধান রাজনৈতিক দল গুলো থাকবে সরগম, দেশ থাকবে উত্তাল, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন বিএনপিসহ ২০ দলীয় জোট প্রচণ্ড চাপ প্রয়োগ করলেও যথা সময়ে জাতীয় সংসদ নিবার্চন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে।
আয়, অর্থ, আইন, আদালত বিষয়ে ভাল হবে, প্রকাশনা, শিপিং ব্যবসা ইত্যাদি উন্নয়ন ঘটবে। প্রাপ্তির বিষয় সুফল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট নতুন ধরনের চুক্তি সম্পাদিত হবে এ বছর। বর্ষ প্রবেশকালে বৃহস্পতি ও মঙ্গল সুন্দরভাবে এই ক্ষেত্রটিকে ট্রাইন করে আছে। তবে সাম্য বাদী সুশীল সমাজের বিরাট একটি অংশ সরকারের শুভ প্রচেষ্টা গুলোকে সমর্থন দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহ অবস্থান বিচার করে দেখা যায় ২০১৮ সালে রাজনৈতিক ভাবে তিনি চাপের মুখে থাকবেন। তিনি আধ্যাতিকতা বুদ্ধিমতী কূটনীতিক ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় ঠান্ডা মাথায় সকল সংকট মোকাবিলা করে আন্তর্জাতিকভাবে দেশ-বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করবেন।
বাংলাদেশ জাতীয়তা-বাদী দল বি.এন.পি দলকে আর ও গঠনমূলক জনগণমূখী করে তুলবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ২০১৮ সালে জনপ্রিয়তা বৃদ্ধির উজ্বল সম্ভাবনা রয়েছে তিনি অত্যন্ত আবেগপ্রবণ ও সেন্টিমেন্টাল ও উচ্চবিলাসি ও সফল ২০১৮ সালে শনি ও রাহুর প্রভাব থাকায় তার দলের নিজেদের ভিতরে মতবিরোধ সৃষ্টি হতে পারে। সব দিক থেকে আরো কৌশলী হতে হবে।
এ বছর শ্রমিক অসন্তোষ কমে আসবে গার্মেন্টস শিল্পে ক্ষতি কাটিয়ে অগ্রগতির দিকে যাত্রা সূচিত হবে। বেকারদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র তৈরী হবে। বিদেশের সহযোগিতা আসবে এ বছর অনেক বেশি। ধর্ম ও শিক্ষা ক্ষেত্রে সংস্কার ও উন্নয়ন সাধন হবে। সরকারের প্রচেষ্টায় ব্যাংক ঋণসহ বিভিন্ন সুবিধা পাবে যুব সমাজ। জননিরাপত্তা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাবে, ঝড় জলোচ্ছ্বাস, বণ্যা খরা, ও অগ্নিকাণ্ড প্রভৃতি দেখা দিতে পারে। নদ নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা আছে।
এ নিয়ে নদী তীরবর্তী জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হবে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় সে দুর্ভোগ লাঘব হবে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাবে। একাধিকবার ভূমিকম্প হওয়ার সম্ভবনা রয়েছে। তথ্য, প্রযুক্তি ও যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবার সম্ভাবনা আছে। নারী সমাজ এগিয়ে যাবে নতুন সব প্রযুক্তি নির্ভর ব্যবসায়। দেশকে সঠিকভাবে ডিজিটালাইজড করার জন্য সব প্রচেষ্টা সরকার গ্রহণ করবে। বিদেশ যাত্রার সুযোগ বাড়বে এ বছর।
সরকারী প্রচেষ্টায় আরও অনেক তরুণ-তরুণী বিদেশে চাকরি পাবে। বিদেশীদের সাথে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হবে। পররাষ্ট্র নীতিতে সরকারের সাফল্য বিগত বছরগুলির তুলনায় সকল সাফল্যকে অতিক্রম করে যাবে। বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সংহত ও পোক্ত হবে। ২০১৮ সালে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করতে পারে। ক্রিকেট খেলায় জুয়ার প্রসার ঘটবে। এ বছর ক্ষমতার অপব্যবহার এবং সরকারের কিছু ব্যর্থতার জন্য যথেষ্ট সমালোচনার সম্মুখীন হতে হবে। মন্ত্রীপরিষদে রদবদল হওয়ার সম্ভবনা রয়েছে। দ্রব্য মূল্যের বৃদ্ধিতে জনগণের উপর অতিরিক্ত চাপ পড়বে।
সারা দেশে ব্যবসা-বানিজ্যের উন্নতি হবে। বিভিন্ন ধরনের দুর্ঘটনা কমে আসবে।নৌ-পরিবহন দুর্ঘটনা হওয়ার সম্ভবনা রয়েছে। ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। আইন-শৃংখলা বাহিনীর অসাধু অফিসারদের কারণে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন্য হবে, তবে প্রশাসন সুশৃংখলভাবে দেশ পরিচালনায় সুনাম অর্জন করবে। সুশীল সমাজের কেউ কেউ আন্তর্জাতিক সম্মানও অর্জন করবে বলে আশা করা যায়।
দেশের এলিট শ্রেণীর জন্য সরকার আরও উন্নতির জন্য সচেষ্ট থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রসার ও প্রচারমাধ্যম, সংবাদপত্র ও প্রকাশনা বিষয় যথেষ্ট উন্নতি লাভ হবে। গণ্যমাধ্যম কর্মীরা আরো স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হবে। স্বাস্থ্য খাতে বিশেষ উন্নতি ঘটবে তা ২০১৭ সাল কে ছাড়িয়ে যাবে। এদেশে কৃষি পশুপালন ও মৎস চাষ ব্যাপকভাবে উন্নতি অর্জন করতে পারে। শুল্কের হার কমে আসবে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যে বিদ্যুৎ ব্যবস্থাপনায় যুগান্তকারী সাফল্য আসবে।
ঘরে ঘরে বিদ্যুৎ আসবে। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে এবং তেলের দামি স্থিতিশীল থাকবে। জাতীয় সম্পদ, ব্যাংক, রাজস্ব এবং বাণিজ্যিক বিষয়ে ২০১৮ সাল শুভ হবে।
নির্বাচনকে সামনে রেখে শেয়ার বাজারে উধ্বগতি ভাব থাকবে পদ্মা সেতু, মেট্টোরেল, ফ্লাইওভারের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে। নদী, নালা, খাল, বিল খনন কাজ এগিয়ে যাবে। সেনাবাহিনী অন্যান্য বাহিনী দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকবে।
সেনাবাহিনী দ্বারা রাস্তা-ঘাট, ব্রীজ ও অন্যান্য সংস্কার সম্পন্ন হবে। ফলে জনগণের যাতায়েতে সহজ হবে। সবশেষে বলা যায় বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করা যায়।এছাড়া প্রতিটি মানুষের ব্যর্থতা কাটিয়ে সফল ভাবে জীবন গড়তে জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তি সাহেবের সাথে যোগাযোগ করার জন্য আমন্ত্রন করা হল।
বসুন্ধরা সিটি শপিংমল
শেষ দর্শন আজমেরী জমস হাউস লিঃ
লেবেল # ১, ব্লক # ডি, দোকান ৭৩,৭৪ তে নিয়মিত বসেন।
ফোনঃ ৪৮১১১৪০৭, ৯১৩৯৩৫৯,
মোবাইলঃ ০১৭৭৭০০৩৩৮৮, ০১৭১১৫৯৪০৮৮।
আরো জানতে এই লিংকে ক্লিক করুন:-https://web.facebook.com/litondewanchishti/photos/a.724652160988511.1073741828.724644447655949/1526332850820434/?type=3