কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামিসহ দুই জনের মৃত্যু
মেডিকেল রিপোর্টার : ঢাকার কেন্দ্রীয় কারাগারে বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহ মামলার আসামিসহ দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তারা মারা যান। কারা রক্ষী জাকারিয়া জাতিরকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিডিআর সৈয়দ এনামুল কবীর (৫০) সকালে অসুস্থবোধ করলে কারা কর্তৃপক্ষের আদেশ ক্রমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দ এনামুল কবীরের শ্যালক মো. হাফিজুর রহমান জানান, নিহত সৈয়দ এনামুল কবীরের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার কুমাড়কান্দা এলাকায়। তিনি বিডিআর বিদ্রোহের মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।