কৃষকের ভালবাসায় নারী মন্ত্রীর জুঁই ফুলের মালা বদল
গতকাল মন্ত্রী জয়লক্ষ্মীর আদি বাড়ি ওয়ানাড জেলার মামবাইলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে আদিবাসি কুরিচিয়া প্রথা শেষে বিয়ে হয় তাঁদের। এ সময় মন্ত্রী জয়লক্ষ্মী সবুজ সিল্কের শাড়ি পরে কনে সেজেছিলেন। তাঁর গলায় ছিল মঙ্গলসূত্র। আর বর অনিল কুমার পরেছিলেন সাদা শার্ট। বর-কনের জুঁই ফুলের মালার বদলের পর মন্ত্রী জয়লক্ষ্মী কেরালার মুখ্যমন্ত্রী ওমান চন্ডী ও বিরোধিদলীয় নেতা বি এস অচ্যুতানন্দনের পায়ে প্রণাম করে আশীর্বাদ নেন। এ সময় বর ও কনের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে কেরালার মুখ্যমন্ত্রী ওমান চন্ডী ও বিরোধিদলীয় নেতা বি এস অচ্যুতানন্দন ছাড়াও মন্ত্রী রমেশ চেন্নিথালা, কে সি জোসেফ ও স্পিকারসহ রাজ্য মন্ত্রিসভার আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।