কুয়াকাটায় চিশতী এজি ফ্যান এর বিভাগীয় সম্মেলন
কলাপাড়া পটুয়াখালী থেকে প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় চিশতী এজি ফ্যান ম্যানুফ্যাকচারিং ইন্ডাষ্ট্রি লিমিটেড’র বরিশাল বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হোটেল গ্রেভার ইন এর হল রুমে ব্যবসায়ী অংশীদারগনের সম্মানে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যা রাখেন বিএসটিআইয়ের উপ-পরিচালক সেলিম রেজা।
কোম্পানীর ভাইস চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিনের সভাপত্বিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক আ.রশিদ, ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আহসান, ডিজিএম নাসির হোসেন মৃধা, নির্বাহী পরিচালক বেলাল উদ্দিন সরদার প্রমুখ।
এ অনুষ্ঠানে বরিশাল বিভাগের সকল পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়।