• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

কুমিল্লার চান্দিনায় ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৫ ফেব্রুয়ারি ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

2চান্দিনা-কুমিল্লা. সংবাদদাতা  :  কুমিল্লার চান্দিনায় ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে রানীচর গ্রামের ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোলেমান (২৮) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল (২৫)।

এছাড়া পিটুনিতে গুরুতর আহত হয়েছেন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ জানান, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।