• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

কাস্টমসের যোগসাজশে পৌণে ২ কোটি টাকা লুটপাট সাবেক এমপি তালহার


প্রকাশিত: ১:০৩ এএম, ৩০ জুন ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৫ বার

খুলনা প্রতিনিধি  :  কাস্টমসের যোগসাজশে পৌণে ২ কোটি টাকা লুটপাট করেছে জাপার সাবেক এমপি তালহা। বিপুল পরিমান talha_mp-www.jatirkhantha.com.bdরাজস্ব ফাঁকির এ অভিযোগে নাটোর-১ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ তালহা ও মংলা কাস্টমস হাউসের সাবেক কমিশনার (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি) মো. নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক খুলনার উপ-পরিচালক মো. আবুল হোসেন বাদী হয়ে খুলনার খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন। তবে আসামিদের কেউ এখনও গ্রেফতার হয়নি। উপ-পরিচালক আবুল হোসেন জানান, আমদানিকারক সাবেক সাংসদ এম এ তালহা ২০০৫ সালের অক্টোবর মাস থেকে ২০০৬ সালের জুলাই মাসের মধ্যে বিদেশ থেকে বিভিন্ন প্রকার প্রসাধনী ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য (বিয়ার) আমদানি করেন।

আমদানিকৃত মাদকদ্রব্য জাহাজের ক্রুদের মধ্যে বিক্রি করার কথা থাকলেও তা না করে বাইরে বিক্রি করেন, যার রাজস্বের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৩৬০ টাকা। কিন্তু মংলা কাস্টমসের তৎকালীন কমিশনার মো. নুরুল ইসলামের যোগসাজসে ওই রাজস্ব কমিয়ে মাত্র দুই লাখ টাকা করেন।

তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির প্রতিবেদনেও রাজস্বের পরিমাণ হয় এক কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৩৬০ টাকা। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে দুদক তদন্ত করে ঘটনার সত্যতা পায়। খালিশপুর থানার ওসি আমীর তৈমুর আলম ইলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, এখনও কেউ গ্রেফতার হয়নি।