• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

কাশ্মিরে ভারতীয় সেনা ঘাঁটিতে ফের হামলা


প্রকাশিত: ৪:৪৩ এএম, ৩ অক্টোবর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

 

দিল্লী থেকে মীরা নায়ার : কাশ্মিরে ভারতীয় একটি সেনা ঘাঁটিতে ফের সন্ত্রাসী হামলায় খবর পাওয়া গেছে।উত্তর কাশ্মিরে রোববার রাতের এ হামলায় বিএসএফের এক জওয়ান নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরের বারামুলা জেলা শহরে ভারতের ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের একটি ঘাঁটি এবং এর পাশের বিএসএফের ঘাঁটিতে রাত সাড়ে ১০টার দিকে এ হামলা হয়।

তিন থেকে চারজন অস্ত্রধারী দুই ভাগে ভাগ হয়ে হামলায় অংশ নেয়। প্রথমে সেনা ঘাঁটির ফটকে গ্রেনেড ছুড়ে গুলিবর্ষণ করে তারা। পরে সেনা ও বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

গোলাগুলিতে দুই হামলাকারী নিহত হয়েছেন বলে হিন্দু জানিয়েছেহামলার পর ওই সেনা ঘাঁটির কাছে ব্যাপক গোলাগুলি হওয়ার কথা বার্তা সংস্থা রয়টার্সকে জানান বারামুলার এসপি ইমতিয়াজ হুসেন।kasmir-www-jatirkhantha-com-bdসে সময় বড় বড় বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পাওয়ার কথা আবিদ নবী নামে নিকটবর্তী এলাকার এক বাসিন্দা রয়টার্সকে জানান।

গত ১৮ সেপ্টেম্বর এই বারামুলা জেলার উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা সদস্য নিহত হন। পাকিস্তান সীমান্তের ঘাঁটিতে এই হামলার জন্য প্রতিবেশী দেশটির সন্ত্রাসীদের দায়ী করছে ভারত।

এর প্রতিক্রিয়ায় গত বুধবার পাকিস্তানের ভিতরে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালানোর কথা জানিয়ে ভারতীয় সেনাবাহিনী বলেছে, তাদের অভিযানে উল্লেখযোগ্যসংখ্যক সন্ত্রাসী হতাহত হয়েছেন।তবে তাদের মাটিতে এ ধরনের কোনো হামলার কথা নাকচ করেছে পাকিস্তান।