কাল সিংহ ঘায়েল করার প্রস্তুতি টাইগারদের
প্রিয়া রহমান : এবার সিংহ ঘায়েল করার প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। টাইগারদের টার্গেট মালিঙ্গা কে দেখে নেয়া।মালিঙ্গাকে ঘায়েল করতে মাফরাফি মুস্তাফিজরা নিজেদের শান দিয়ে নিচ্ছে শেষবারের মত।।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে এশিয়া ৪৫ রানে হেরে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। পরে অবশ্য আরব আমিরাতের সঙ্গে ৫১ রানে ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করেছে বাংলাদেশ। আগামী রবিবার মাশরাফিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
আর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ফর্মে থাকা মালিঙ্গাকে মোটেও ভয় পাচ্ছে না টাইগাররা। শনিবার অনুশীলন শেষে সাংবাদিকদের এমনটাই বললেন সাব্বির রহমান রুম্মন।
তিনি বলেন, ‘প্রথম ম্যাচ হারের পর আমাদের আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে গিয়েছিল। আমিরাতের সঙ্গে জিতে আমরা হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। সামনের ম্যাচের জন্যে এটা অনেক বেশি কাজে দেবে।’শ্রীলঙ্কার বৈচিত্র্যপূর্ণ বোলার লাসিথ মালিঙ্গা গত ম্যাচে আমিরাতকে একা্ই গুড়িয়ে দিয়েছেন।
সাব্বির বলেন, ‘তাকে (মালিঙ্গা) নিয়ে আমাদের বিশেষ কোনও চিন্তা নেই। বল টু বল খেলাটাই গুরুত্বপূর্ণ। কোন বোলার বল করছে সেদিকে তাকিয়েই আমরা।
বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য না পাওয়ার কারণ হিসেবে অনভিজ্ঞতাকে দায়ী করছেন সাব্বির। তার মতে, ‘ভারত অনেক আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে। এছাড়া আইপিএলে ওদের প্রচুর খেলোয়াড় খেলে থাকে। আমরা খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাই না বলে কিছুটা ঘাটতিতো আছেই। তবে আমার বিশ্বাস দ্রুতই এই ফরম্যাটের ক্রিকেটে মানিয়ে নিতে পারবো।’
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ দশে। রবিবারের ম্যাচ কতটা কঠিন হতে পারে। এমন প্রশ্নের উত্তরে সাব্বির বলেন, ‘টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলতে কিছু নেই।
আমরা শুধু শ্রীলঙ্কার বিপক্ষে নয়, যে কোনও দলের বিপক্ষে সেরা খেলাটা খেলতে পারলে জয় সম্ভব। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার দিকে মনোযোগী। ব্যাটিং-বোলিং দুই বিভাগে যারা সবটুকু সামর্থ্য খেলবে তারাই জিতবে।’
একসঙ্গে তিন বিভাগে ভালো না করলে টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পাওয়া যায় না। বোলাররা গত দুই ম্যাচে ভালো করেছে। এখন ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে মনোযোগী বলে জানান তিনি।
সাব্বির বলেন, ‘টি-টোয়েন্টিতে আসলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই শতভাগ দিতে হয়। যেহেতু বোলিং বিভাগ ভালো করছে আমরাও চেষ্টা করছি নিজেদের সেরাটা দেওয়ার। আমরা ১৭০-১৯০ রান করতে চাচ্ছি, যাতে বোলাররা রিল্যাক্সে বোলিং করতে পারবে। এটাই আমাদের ফোকাস থাকবে।’