কাল শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে যাচ্ছে আ’লীগ
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বুধবার বঙ্গভবনে যাচ্ছে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে জাতিরকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে এই সংলাপ বসবে। জানা গেছে, সোমবার আওয়ামী লীগের প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়।
২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। আগামী ফেব্রুয়ারিতে এ কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব নেবে, তাদের অধীনে ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
এবার ইসি পুনর্গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। চার দফায় মোট ২৩টি দলকে আলোচনায় আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া সবার সঙ্গে আলোচনা হয়ে গেছে।