• মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫

‘কাল ধরা পড়বে মোটিফে আগুন দেয়া দুর্বৃত্ত’


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৩ এপ্রিল ২৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০ বার

স্টাফ রিপোর্টার : রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেছেন, চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল সোমবার আনন্দ শোভাযাত্রা শুরু আগেই তাকে গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাদ আলী। রবিবার (১৩ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানিয়েছেন।

মো. সাজ্জাদ আলী বলেন, ‘নববর্ষে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে নির্মিত স্বৈরাচারের প্রতিকৃতি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই তাকে গ্রেফতার করা হবে।’পহেলা বৈশাখ ঘিরে কোনও আশঙ্কা আছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনও ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী আছে। গোয়েন্দা সংস্থা রয়েছে। আমাদের কোনও ঝুঁকির কথা জানানো হয়নি।’

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমরা তদন্ত করছি। মামলা চলমান রয়েছে। তাই এই বিষয় এখনই কিছু বলতে চাই না।