• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

কাল এফবিসিসিআই’র দায়িত্ব নিচ্ছেন ফাহিম


প্রকাশিত: ৫:২১ পিএম, ১৮ মে ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

স্টাফ রিপোর্টার : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদকালের পরিচালনা পর্ষদ আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন। নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, নির্বাচিত ৬ জন সহ-সভাপতিসহ পরিচালকরা এদিন দুপুরে এফবিসিসিআই ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের দায়িত্ব গ্রহণ করবেন।

এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এফবিসিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদের পরিচালনা পর্ষদ রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছে। শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন। নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ মুনতাকিম আশরাফসহ নির্বাচিত ছয় সহ-সভাপতি ও পরিচালকরা এদিন দুপুরে এফবিসিসিআই ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করবেন।

এফবিসিসিআই নির্বাচন বিধিমালা অনুযায়ি ২০১৯-২০২১ মেয়াদে চেম্বার গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন। শেখ ফজলে ফাহিম গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে আগামী দুই বছরের জন্য সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের প্রতিনিধি মুনতাকিম আশরাফ। এছাড়াও চেম্বার এবং এসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন করে আরও মোট ছয়জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি হয়েছেন বাগেরহাট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে প্রতিনিধিত্বকারী হাসিনা নেওয়াজ, চুয়াডাঙ্গা চেম্বার্স অব কমার্স থেকে দিলীপ কুমার আগরওয়ালা, জামালপুর চেম্বারর্স অব কমার্স থেকে রেজাউল করিম রেজনু, বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েসন থেকে মীর নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারর্স এ্যান্ড এক্সপোটার্স এসোসিয়েশন এর প্রতিনিধি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইসপোর্টার্স এ্যান্ড মার্চেন্টস এসোসিয়েশন এর প্রতিনিধি নিজাম উদ্দিন রাজেশ।

শেখ ফজলে ফাহিম দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের ২৪তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি ফাহিম এফবিসিসিআই সভাপতির দায়িত্বে সফিউল ইসলাম মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হবেন। ফেডারেশনের চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রæপ এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিরা এবারের নির্বাচনে শেখ ফজলে ফাহিমের নেতৃত্বধীন প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে নিরঙ্কুশ সমর্থন জানান। আর কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি এবার।