• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

কালো টাকার বিছানায় ঘুমাতো মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান


প্রকাশিত: ৭:২৫ পিএম, ৬ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

এস রহমান  :   অবৈধ কালো টাকার বিছানায় ঘুমাতো মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-Midland bank thasan-www.jatirkhantha.com.bdউজ-জামান। অঢেল টাকায় ধরাকে সরা জ্ঞানও করতো সে। দীর্ঘ তদন্তের পর এবার আর রক্ষা পেলনা আহসান।দীর্ঘ আট মাস অনুসন্ধান শেষে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান-উজ-জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে রাজধানীর গুলশান থানায় দুদকের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং ৮। ১ কোটি ১২ লাখ ২৮হাজার ৫৪২টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।দুদক সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে জাতিরকন্ঠকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  মিডল্যান্ড ব্যাংকের এমডিসহ তার স্ত্রী ও মায়ের যৌথ নামে ২৫টি একাউন্টে দুদকের অনুসন্ধানে ৭ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা পাওয়া যায়। এ একাউন্টগুলো যৌথ হলেও আহসান উজ-জামানই পরিচালনা করতেন বলে জানা যায়। কিন্তু তিনি দুদকে এবং আয়কর ফাইলে ৬ কোটি ১৬ লাখ ৯৬ হাজার টাকার হিসাব প্রদর্শন করেন। ১ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৪২ টাকা আয়কর ফাইলে প্রদর্শন না করায় এ অর্থ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে অর্জন করেছে, যা দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়।

গত বছরের সেপ্টেম্বর মাসে মিডল্যান্ড ব্যাংকের এই এমডির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসলে তা আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। দুদকের অনুসন্ধানে তার বিপুল পরিমাণ সম্পদসহ অনেক একাউন্ট নাম্বারে লেনদেনের অসঙ্গতি পাওয়া যায়। একাউন্ট নাম্বারগুলোতে লেনদেনের অসঙ্গতি পাওয়ায়, সঠিক তথ্য চেয়ে চিঠি দিয়েছিল দুদক। কিন্তু নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করে বার বার সময় চান তিনি। কিন্তু কালক্ষেপন না করে দুদক তার বিরুদ্ধে মামলা করে।