কালশীর বিহারী হত্যাযজ্ঞ’র ৫ম বার্ষিকী
মিরপুর প্রতিনিধি : কাল ১৪ জুন ২০১৯ইং (শুক্রবার) মিরপুর-১২ এর কালশীস্থ কুর্মিটোলা বিহারী ক্যাম্পের অগ্নিকান্ডে নিহতদের ৫ম বার্ষিকী। ঐ দিনের (১৪.০৬.২০১৪ইং) সেই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ) কর্মী আজাজ সহ ১৪ জন মানুষ নির্মমভাবে নিহত হন।ক্ষতিগ্রস্থ ও নিহতদের স্বজন’রা আজ পর্যন্ত ন্যায় বিচার পায় নি বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ হতে উল্টো বিহারীদের ৬টি হয়রানীমূলক মামলা দায়ের করা হয়। সে সকল মামলায় উর্দুভাষী বিহারিরা আজও আদালতে হাজিরা দিচ্ছেন।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মিরপুর-১২ এর কালাপানি বেগুনটিলাস্থ পূর্ব কুর্মিটোলা বিহারী ক্যাম্প শাখা কার্যালয়ে “অগ্রাধিকার ভিত্তিতে বিহারীদের সামাজিক নিরাপত্তা প্রদান” বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে।আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ) এর প্রধান পৃষ্ঠপোষক ও ন্যাশনাল আওয়ামী পার্টী বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খান। সভায় সভাপতিত্ব করবেন বিবিআরএ এর পল্লবী থানা শাখার সভাপতি জনাব ওসমান গণি মহাজন।