• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

কার পক্ষে খেললেন মেসি?


প্রকাশিত: ২:০৭ পিএম, ১৭ জুন ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৬ বার

 

 

স্পোর্টস রিপোর্টার :  প্রশ্ন উঠেছে কার পক্ষে খেললেন মেসি? এই একটা ম্যাচ বহু প্রশ্নের জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত meshi-www.jatirkhantha.com.bdদ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে তো আর্জেন্টিনা? এই ক্ষত ভুলে আবার স্বমহিমায় ফিরতে পারবেন তো মেসি? তবে দর্শকদের মতো অতোটা বিচলিত নন লিওনেল মেসি। জানিয়ে দিলেন দলের প্রতি আস্থা হারাচ্ছেন না তিনি। আইসল্যান্ডের বিপক্ষে জয় না পাওয়ার দায়টাও স্বীকার করে নিয়েছেন আর্জেন্টাইনদের এই প্রাণভোমরা।

আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন মেসি। এরপর থেকেই তার মুন্ডুপাত শুরু হয়ে গেছে। আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ের কারণে তাকে কাঠগড়ায় নিয়েছেন সমর্থকরা। সংবাদ সম্মেলনে মাথা নিচু করে মেসিও সকল দায় মেনে নিয়েছেন। সেমি বলেন, ‘আমি খুব রাগান্বিত এবং মর্মাহত কারণ আমি গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছি। আমার জন্যই জয়টা হাতছাড়া হয়েছে। এটা আমাদের ভোগাবে। তবে এখনই হতাশ হলে চলবে না আমাদেরকে শান্ত থাকতে হবে।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে একেবারে রক্ষণাত্মক খেলেছে আইসল্যান্ড। গোলের সুযোগ তৈরি না হওয়ার পেছনে এটিকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন মেসি। তিনি বলেন, ‘আজ সুযোগ তৈরি করতে কষ্ট হয়েছে। সর্বোচ্চ চেষ্টাটাই করেছি আমরা, শুধু গোলটাই পাওয়া হয়নি।’

ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এখই হতাশ হতে নারাজ মেসি। তিনি বলেন, ‘আমরা আশাহত, কারণ জয়  দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম আমরা। আজকের ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। তবে সামনে আরো দু’টি মাচ আছে। আমাদের সেদিকে মনোযোগ দিতে হবে।’আগামী ২২ জুন, শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসিবাহিনী।