• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

কার্টার জাদুকর নয়া মোশানে আইপিএলে


প্রকাশিত: ৭:২০ পিএম, ৭ এপ্রিল ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

স্পোর্টস রিপোর্টার :  বাংলাদেশের মি. ফিজ ওরফে কার্টার জাদুকর মুস্তাফিজ নয়া মোশানে নামছেন আজ আইপিএলে। আর কিছুক্ষণের মধ্যে আজ পর্দা Fiz-www.jatirkhantha.com.bdউঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের। নতুন আসরে মোস্তাফিজুর রহমানের ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্স।আজ মাঠে নামবে মুম্বাই, চেন্নাইয়ে বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই হয়তো নীল জার্সিতে মাঠে দেখা যাবে এই বাংলাদেশি পেসারকে।

সেই সম্ভাবনাই বেশি। আজই মুম্বাইয়ের হয়ে মাঠে নেমে যেতে পারেন মোস্তাফিজ। এখনও কোনও কিছু নিশ্চিত নয়, তবে অতীতের আইপিএল পারফরম্যান্স তার সম্ভাবনার পালে হাওয়া লাগাচ্ছে জোরেশোরে। বিদেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ চার খেলোয়াড় খেলাতে পারে দলগুলো। তাই একাদশে জায়গা পাওয়া নিয়ে মোস্তাফিজের লড়াই হবে মূলত বিদেশি ক্যাটাগরির বোলারদের সঙ্গে।

আর সেই তালিকায় আছে প্যাট কামিন্স ও মিচেল ম্যাকক্লেনাগনের নাম। অস্ট্রেলিয়ান পেসার দুর্দান্ত সময় কাটাচ্ছেন মাঠে। তবে টি-টোয়েন্টি ক্রিকেট একটু খরুচে বোলারই তিনি। তার সঙ্গে আছেন নিউজিল্যান্ড পেসার ম্যাকক্লেনাগন, যিনি ২০১৫ সাল থেকে খেলছেন মুম্বাইয়ের হয়ে। দলটির সাফল্যের পথে বল হাতে কার্যকরী ভূমিকা রেখেছেন তিনি। তাই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জসপ্রিৎ বুমরাহর সঙ্গে কিউই পেসারের বোলিং ওপেন করার সম্ভাবনাই বেশি।

তৃতীয় পেসার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া। প্রয়োজনে কার্যকরী বোলিং করতে পারেন কিয়েরন পোলার্ডও। এত পেসারের ভিড়ে একাদশে মোস্তাফিজের জায়গা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে মোস্তাফিজের সাম্প্রতিক ফর্ম ও আইপিএলের অতীত পারফরম্যান্স বিবেচনায় আনলে কার্যরকী ও কম খরুচে বোলারকে নিশ্চয় বেঞ্চে বসিয়ে রাখবে না মুম্বাই। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ তাদের সম্ভাব্য একাদশে কিন্তু রেখেছেন বাঁহাতি এই পেসারকে।

২০১৬ সালের আইপিএলে প্রথমবার খেলেন বাংলাদেশি পেসার। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে প্রথমবারেই করেন বাজিমাত। কাটার জাদুতে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গত বছরও ছিলেন এই ফ্র্যাঞ্চাইজিতে, তবে চোটের কারণে খেলতে পারেননি। আর এবার হায়দরাবাদ তাকে ছেড়ে দিলে নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় মুম্বাই।