• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

কারিনার পার্টি ডান্সে পুলিশের বাগড়া


প্রকাশিত: ১:১৪ পিএম, ১৮ মার্চ ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৮ বার

1বিনোদন প্রতিবেদক : ‘কি অ্যান্ড কা’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিনা কাপুর খান। এজন্য গত ১৪ মার্চ মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন বলিউডের এই অভিনেত্রী ও তার স্বামী সাইফ আলি খান। কিন্তু পার্টিতে ব্যাঘাত ঘটালো পুলিশ। গভীর রাতে জোরে গান-বাজনার কারণে কারিনার এক প্রতিবেশীর অভিযোগে পার্টি বন্ধ করে দেয় পুলিশ।

জানা যায়, পুলিশ আসার পর তারা জানান জোরে গান বাজানোর কারণে তার প্রতিবেশী বিরক্ত হচ্ছেন। এরপর বেবো (কারিনার ডাকনাম) গানের ভলিউম কমিয়ে দেন এবং কিছুক্ষণের মধ্যে পার্টি শেষ করেন।পার্টিতে ছিলেন সোনম কাপুর, অমৃতা অরোরা লাড়াক, পরিচালক করণ জোহর, বোন কারিশমা কাপুর খান। ‘কি অ্যান্ড কা’ ছবিতে কারিনার সহশিল্পী অর্জুন কাপুর।