• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

কারাবন্দি বিচারাধীন যুদ্ধপরাধি সোলায়মান মোল্লার হঠাৎ মৃত্যু


প্রকাশিত: ৩:৩০ এএম, ২৬ অক্টোবর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

স্টাফ রিপোর্টার  :   মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সোলায়মান মোল্লা (৯০) মারা গেছেন। মঙ্গলবার রাতে 0ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ও কারারক্ষী জাকারিয়া জাতিরকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোলায়মান মোল্লার বাড়ি শরিয়তপুর সদরের কাশিপুর এলাকায়। বাবা মৃত চান মোল্লা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ১৮২২২/১৫। তার বিচারকাজ চলছিল।

কারারক্ষীরা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোলায়মান মোল্লা। তাকে রাত পৌনে দুইটার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।