কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড-নিয়ন্ত্রণে ২৬ ইউনিট
স্টাফ রিপোর্টার : রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ২৬টি ইউনিট।রোববার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শেষে রাত পৌনে ৮টার দিকে হাসিনা মার্কেটের কয়েকটি দোকানে হঠাৎ করে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। তারপর বাতাসের কারণে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এরপর আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। মার্কেটটিতে ছোট-বড় প্রায় পাঁচশ’ দোকান রয়েছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ে খবর দেয়।
তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে খবর আসে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ২৩টি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬ টি ইউনিট পাঠানো হয়। তাদের সঙ্গে স্থানীয় লোকজনও যোগ দিয়েছেন আগুন নেভানোর কাজে।তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, বাতাসের কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। তাছাড়া এই মার্কেটে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের দোকান ছিলো। সেখানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছে।
পানি সংকটের কারণেও আগুন নেভাতে বিলম্ব হচ্ছে বলে জানান তারা।দোকানিরা জানান, মার্কেটের নিচতলায় সবজির গোডাউন ছিলো। মার্কেটের মসজিদসহ ২০০-২৫০ দোকান আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।তবে কালবৈশাখী ও বৃষ্টির পর ওই অগ্নিকাণ্ডের কারণ কী তাৎক্ষণিকভাবে জানাতে পারেন তিনি।