কাভার্ডভ্যানের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
চট্টগ্রাম প্রতিনিধি : কাভার্ডভ্যানের ধাক্কায় চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মো.সুস্মিত (২২), মিজানুর রহমান (৩০), শাহেদা আক্তার (২৬), সৈয়দুল আহম্মদ (৫৫) ও মোহাম্মদ আলী (৪০)।চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ফরিদ উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১৪-৬০৬৫) বড়তাকিয়া এলাকায় বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিল। সকালে ওই বাসের যাত্রীরা নিচে নেমে অন্য বাসে ওঠার জন্য অপেক্ষা করতে করছিলেন।
ফরিদ উদ্দিন জানান, এসময় দ্রুতগতিতে আসা একটি চট্টগ্রামমুখী কার্ভার্ডভ্যান (যশোর ট ১১-৩৮৩৫) ওই বাসের পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।