• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

কাপ্তাই হ্রদে এবার আস্ত দোতলা ভবন-


প্রকাশিত: ৮:৩৭ পিএম, ৪ অক্টোবর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

রাঙামাটি প্রতিনিধি  :  রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদে একটি দোতলা ভবন ধসে পড়ার পর ‍শিশুসহ দুই জনের লাশ উদ্ধার kaptai-www-jatirkhantha-com-bdকরা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রিজার্ভ বাজার এলাকায় হ্রদ ঘেঁষে গড়ে তোলা দ্বিতল ভবনটি ধসে পড়ে বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান।

নিহত দুজন হলেন জাহিদ হোসেন (২৮) ও পিংকি (১৩)।  তাদের লাশ রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস, সেনা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানায়, জানায়, সন্ধ্যায় দোতলা পাকা ভবন হঠাৎ পানিতে ধসে পড়ে। হেলে পড়া ভবনের উপর তলা থেকে বেশ কিছু লোক বের হতে পারলেও নিচ তলা পানিতে তলিয়ে যাওয়ায় কেউই বের হতে পারেনি।
ওই ভবনে চার পরিবার বসবাস করত। তারা সবাই আটকা পড়েছে বলে স্থানীয়দের ধারণা।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক বলেন, উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে রাত হওয়ায় আলোর অভাবে কাজ ব্যাহত হচ্ছে।