• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

কাপুরুষ জঙ্গিরা কেড়ে নিল কয়েক নিরীহ বাংলাদেশীর স্বপ্ন


প্রকাশিত: ৬:২১ পিএম, ২ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

 

আসমা খন্দকার   :  কাপুরুষ জঙ্গিরা কেড়ে নিল বাংলাদেশের স্বপ্ন । কী নৃশংস এই হত্যাকাণ্ড!শুক্রবার 1সন্ধ্যার পর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় গিয়েছিলেন খাবার খেতে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, তাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন বিদেশি।

দেশের যাঁরা ছিলেন, তাঁরাও কেউ এসেছেন বিদেশ থেকে প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে, কেউবা পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে সেখানে গিয়েছিলেন।কিন্তু সশস্ত্র ঘাতকেরা পবিত্র রোজার এই দিনটিকেই বেছে নেয় নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যার ক্ষণ হিসেবে।

এদের কাপুরুষোচিত আক্রমনে নিহত হয়েছেন শিল্পপতি লতিফুর রহমানের নাতি ফাইয়াজ, আফতাব গ্রুপের মালিকের মেয়ে ইশরাত আকন্দ, এলিগ্যান্ট গার্মেন্টস মালিকের মেয়ে অনিন্দিতা কবীর ফিতান এবং ঢাকার একটি আ