• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

কানাডায় ইপসিতার রাজপ্রাসাদ-ছাগলকান্ডের সেই মতিউরে মেয়ে


প্রকাশিত: ১১:০৪ পিএম, ২২ জুন ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

কানাডা প্রতিনিধি : ছাগলকান্ডের রাজস্ব কর্মকর্তা সেই মতিউরের মেয়ের কানাডার বাড়ি দেখে অনেককেই ভিমড়ি খেতে হচ্ছে। এ যেন আক্ষরিক অর্থে রাজপ্রাসাদ!কানাডার গুরুত্বপূর্ণ প্রভিন্স অন্টারিও থেকে ৯০ কিলোমিটার উত্তরে ব্যারি সিটি। এটি মূলত অন্টারিওর বর্ধিতাংশ। নদী তীরঘেঁষে অবস্থিত এ শহরে মূলত শৌখিন কানাডিয়ানরা অবসর কাটাতে যান। বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু মানুষের আনাগোনা লেগে থাকে সারাবছরই। বাড়ি কেনেন অপেক্ষাকৃত ধনকুবেররা।

কানাডার সেই শৌখিন শহরে প্রাসাদ রয়েছে বাংলাদেশের আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইপসিতার। চলতি বছরের ১২ জানুয়ারি তিনি বাড়িটি কেনেন। এতে খরচ হয়েছে ৮ লাখ ৮৮ হাজার কানাডিয়ান ডলার। এ ছাড়া রেজিস্ট্রেশন এবং জমি ট্রান্সফার ফি বাবদ আরও গুনতে হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার কানাডিয়ান ডলার। সব মিলিয়ে বাড়িটির মালিক হতে বাংলাদেশি টাকায় ৯ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।