কাতার এয়ারে মিলেছে ৯কেজি স্বর্ণবার
বিমানবন্দর প্রতিনিধি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩২০ গ্রাম। যার বাজার মূল্য ৪ কোটি ৬৬ লক্ষ টাকা।শুল্ক গোয়েন্দারা জানান, সকাল ৭টায় কাতার থেকে কিউআর ৬৪০ ফ্লাইটটি ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্ততে তারা জানতে পারেন এই ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হবে এবং ক্লিনারের মাধ্যমে তা বাইরে পাচার হবে।
পরে বিমান পরিস্কার করে বের হওয়ার সময় ক্লিনারদের শরীর, জুতা ইত্যাদি চেক করেও কোনো স্বর্ণ না পেয়ে বিমানের ভেতর চেক করে গোয়েন্দারা। এসময় তারা বিমানের ভেতর পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দারা।