• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

কাঠালিয়ায় ডাকাতি-গনপিটুনিতে ডাকাত নিহত


প্রকাশিত: ২:৩৫ পিএম, ৮ অক্টোবর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

কাঁঠালিয়া প্রতিনিধি  :  কাঠালিয়ায় এক বাড়িতে ডাকাতি ও গনপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম 9জয়দেব পাইক (২৫)। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া বন্দরের হাওলাদার কলোনীর বাবুল পাইকের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত দেড় টার দিকে ১০থেকে ১২ জনের অস্ত্রধারী ডাকাতদল উপজেলার বিল ছোনাউটা গ্রামের মাদ্রাসা শিক্ষক ফোরকান খানের বাড়িতে হানা দেয় এবং লোকজনকে জিম্মি করে টাকা, স্বনালংকার ও মালামাল লুট করে। এ সময় ডাকাতের হামলায় রফিকুল ইসলাম(২০) আহত হয়েছে।

ডাকাতি করে যাবার সময় বাড়ির লোকজনের ডাক চিৎকার ও ঘরে টিন পিটিয়ে শব্দ করায় তথা মুর্হুত্যে মোবাইলের মাধ্যমে তিন গ্রামের জনতা চারদিক দিয়ে ডাকাতদের ঘেরাও করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জয়দেব নামের এ ডাকাতকে জনতা আটক করে এবং গনপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত ডাকাত জয়দেবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত জয়দেবের ছোট ভাই সুদেব জানান, জয়দেব বরিশাল বিএম কলেজে মাস্টার্সে লেখাপাড়া করার পাশাপাশি প্রাণ আরএফএল কোম্পানীতে সেলস প্রতিনিধি হিসেবে বরিশালেই চাকরি করত। বুধবার বিকেলে সে ছুটিতে বাড়িতে আসে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ জাতিরকন্ঠকে জানান, এ বিষয়ে (দুপুর ১২ পর্যন্ত) থানায় কোন মামলা রের্কড হয়নি।