• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

কাঠালিয়ার অভিভাবক আলহাজ মো. ফারুক সিকদার আর নেই


প্রকাশিত: ৬:১৭ এএম, ৭ অক্টোবর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

 

ঝালকাঠি প্রতিনিধি, মো,মোছাদ্দেক বিল্লাহ্ :   c-fকাঠালিয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলাবাসীর অভিভাবক জনপ্রিয় নেতা আলহাজ মো. ফারুক সিকদার আর নেই।

সবাইকে ছেড়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকার স্কায়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেন (ইন্না——রাজিউন)।

রাত ১১টায় ঢাকা থেকে তার কফিন নিয়ে কাঠালিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে বলে জাতিরকন্ঠকে জানিয়েছেন চেয়ারম্যানের শ্যালক মো. ওয়াদুদ হোসেন তালুকদার।চেয়ারম্যান ফারুক সিকদারের মৃত্যুর খবরে শোকে মাতম উপজেলার সর্বস্তরের মানুষ।

উপজেলার অভিভাবক, সবার সুখ-দুঃখের কান্ডারী, রাজনৈতিক পদ প্রদর্শক অসম্প্রদায়িক ও প্রিয় মানুষ ফরুক সিকদার রেখে যাওয়া হাজারও অবদান ও স্মৃতি বিজরিত বেদনা ও চোখের জলে সন্ধ্যা থেকে কাঠালিয়ার আকাশ বাতাশ ভারি হয়ে উঠছে।

জনপ্রিয় এ নেতাকে শেষবাবের জন্য উপজেলা পরিষদ মাঠে হাজার হাজার মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছেন।