• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

কাঁঠালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় ফারুক সিকদারের দাফন সম্পন্ন


প্রকাশিত: ১:৩২ পিএম, ৮ অক্টোবর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৮ বার

কাঁঠালিয়া প্রতিনিধি  :  কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ c-fফারুক সিকদারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে তার নামাজে নাজাজা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠের স্মরনকালের জানাজায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ সদস্য বজলুল হক হারুন, পিরোজপুর সদর এম এ আউয়াল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (প্রধানমন্ত্রীর সাবেক এপিএস) মো.খায়রুল ইসলাম মান্নান, ঝালকাঠি জেলা প্রশাসক মো, মিজানুল হক চৌধুরী, পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. জিয়াউল হক, ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র শাহা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, সাবেক ইউএনও আবুল বাশার মুহম্মদ আমীর উদ্দিন, মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর, তালগাছিয়া পীর সাহেব মো. শহীদুল্লাহ আশ্রাফী, ডাঃ মাওলানা সিরাজুল ইসলাম নওমুসলিম, ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিলন মাহমুদ বাচ্চু, ঢাকাস্থ কাঠালিয়া কল্যাণ সমিতির সভাপতি মো. শামীম সিকদারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ 21বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। পরে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। দীর্ঘদিন তিনি কিডনী ও হৃদরোগ জনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন ভাইসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।
জানাজায় অংশ নেয় শিল্পমন্ত্র আমির হোসে আমু ও একাধি এমপিসহ হাজার হাজার মানুষ,এ সময় মরহুমের আত্নার মাগফিরত কামনা করে দোয়া করে হাজার হাজার জনতা।