• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

‘কাঁচি’ মার্কায় তিন সতিনের লড়াই


প্রকাশিত: ৫:৫৯ পিএম, ২১ ডিসেম্বর ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৯৮ বার

kkkkkkkkkkkkবগুড়া. জেলা প্রতিনিধি:   মাজেদা বেগমের জন্য তিন সতীন একসঙ্গে ভোটের মাঠে নেমেছেন। বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মাজেদা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সংরক্ষিত ৪, ৫ ও ৬ ওয়ার্ডে ‘কাঁচি’ মার্কা নিয়ে ভোটে দাঁড়িয়েছেন। তার পক্ষে তিন সতীন মিনু বেগম, রেনু বেগম ও মাজেদা বেগম স্বামী আবদুস সামাদকে সঙ্গে নিয়ে এখন ভোটারদের দ্বারে দ্বারে। তিন সতীন একসঙ্গে ভোটারদের কাছে যাওয়ায় মানুষের মাঝে মুখরোচক আলোচনা চলছে।

সতীনদের মাঝে ঝগড়া-বিবাদ এমনকি মুখ দেখা বন্ধ হয়ে থাকলেও ভোটের মাঠে এর ব্যতিক্রম ঘটায় গোটা নির্বাচনী প্রচারণাই জমে উঠেছে।প্রার্থী মাজেদা বেগম জানান, সতিনদের শত্রু মনে হলেও আমি ভাগ্যবান। তারা আমার কাছে আপন বোনের মতো। জানা গেছে, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পৌর এলাকার বন্তেঘরী মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুস সামাদ তার তিন স্ত্রীকে নিয়ে আলোচনা করে কাউন্সিলর পদে ভোট করার সিদ্ধান্ত নেন।

ফলে সবার মতামতের ভিত্তিতে তৃতীয় স্ত্রী মাজেদা বেগম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাজেদা বেগম এখন এ পৌরসভার আলোচিত প্রার্থী। আবদুস সামাদের চার স্ত্রী। এর মধ্যে বড় স্ত্রী সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার কারণে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারছেন না। তিনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন। মাজেদা বেগম নির্বাচিত হলে নারী সমাজের কল্যাণসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন। এলাকার ভোটাররা জানান, মাজেদা বেগম তিন সতীন মিলে ভোটে নেমেছেন। যা ইতিমধ্যেই ভোটারদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। ভোটাররা মাজেদার অভিনব কৌশলের প্রচারণায় মুগ্ধ।